অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ভোলার চরফ্যাশনে আসায় ১৩ পরিবার লকডাউন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২০ রাত ১২:১৭

remove_red_eye

৭৫৫

বাংলার কন্ঠ প্রতিবেদক:: করোনা আক্রান্ত এলাকা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ভোলার চরফ্যাশনে নিজ বাড়িতে আসা ১৩ পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।   এরা এলাকায় এসে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছিল। খবর পেয়ে উপজেলা নির্বহী কর্মকর্তার নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে ওই ১৪ পরিবারকে লকডাউন ঘোষনা করার পাশাপাশি তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। এনিয়ে জেলার মনপুরা, লালমোহন ও সদর উপজেলায় মোট ৩৫টি পরিবারকে লকডাউন করা হলো।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ১৩ ব্যক্তি ঢাকা ও নারায়নগঞ্জ থেকে এসে নিজ এলাকায় ঘোরাঘুরি করছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ওই ১৩টি পরিবারকে লকডাউন করে। এর মধ্যে চরফ্যাশন পৌরসভায় দুটি, নীলকমল ইউনিয়নের ১০টি ও চরকলমি  ইউনিয়নে একটি পরিবার রয়েছে। এসবপরিবারের সদস্যদের আগামী ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়।

এর আগে লালমোহনে ১৯টি পরিবার, মনপুরায় ২টি পরিবার ও ভোলা সদর উপজেলায় একটি বাড়ি লকডাউন করে স্থানীয় প্রশাসন।