অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


নারায়ণগঞ্জ থেকে পালিয়ে ভোলায় যুবক: বাড়ি লকডাউন


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

১৬১৫

অচিন্ত্য মজুমদার:: করোনা আক্রান্ত এলাকা নারায়ণগঞ্জ থেকে এক পোশাক শ্রমীক ভোলায় আসায় একটি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নৌবাহিনীর সহায়তায় ওই বাড়িটি লকডাউন করা হয়। পাশাপাশি বাড়ির ৫ সদস্যকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

ভোলা সিভিল সার্জস অফিস সূত্র জানায়, নারায়ণগঞ্জে করোনার প্রকোপ বাড়ায় পোশাক শ্রমীক রফিক পালিয়ে ভোলা সদর উপজেলার খেয়াঘাট সংলগ্ন হাওলাদার রোড এলাকার বাড়িতে চলে আসে। এ অবস্থায় এলাকার লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের উদ্যোগে নিরাপত্তার স্বার্থে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা: মনিরুজ্জামান ও নৌবাহিনীর সদস্যরা ওই বাড়িটি লকডাউন করেন। পাশাপাশি বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। যাতে করে এলাকার লোকজনকে সচেতন থাকতে পারে। এছাড়া ওই পরিবারের ৫ সদস্যকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়।