অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৩৫

remove_red_eye

৩৬০

ইসরাফিল নাইম, শশীভূষণ থেকে : ভোলার চরফ্যাসনে গাছ থেকে পড়ে আমজাদ হোসেন (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (০৬ জানুয়ারি) দুপুরে উপজেলার আমিনাবাদ ইউনিয়নের কুলসুমবাগ গ্রামে এদুর্ঘটনা ঘটে। স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক আমজাদ হোসেন ওই গ্রামের সিদ্দিক সরদারের ছেলে।

নিহতের ভাই আকতার হোসেন জানান, আমজাদ হোসেন তার বসত বাড়ি সংলগ্ন বাগানে রেইট্রি গাছের ডাল কাটতে যান। এসময় তিনি গাছের ডাল কেটে গাছ থেকে নামার সময় পা ফসকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তৎক্ষনিক স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চরফ্যাসন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।