অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে মোবাইলে ফোন পেয়ে ত্রাণ নিয়ে ছুটলেন এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২০ রাত ০৩:৫৭

remove_red_eye

৫০১

লালমোহন প্রতিনিধি:: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন মোবাইলে ফোন পেয়ে নিজেই ত্রাণ নিয়ে কর্মহীনদের মাঝে ছুটে গিয়েছেন। বৃহস্পতিবার লালমোহন নয়ানী গ্রামসহ কয়েকটি এলাকায় প্রায় ৫০০ ঘরে ত্রাণ পৌছে দিয়েছেন তিনি। এসময় এমপি শাওন বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাস দিন দিন ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে। এর হাত থেকে বাঁচতে হলে সবাইকে ঘরে থাকতে হবে। আপনারা প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ঘরে থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের মাঝে ত্রাণ পৌছে দিয়েছি। এমপি শাওন আরো বলেন, ত্রাণ সামগ্রী ঘরে ঘরে পৌছে দিতে লালমোহন ও তজুমদ্দিনে ১০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে। এরা মোবাইলে যে কোন সময় ফোন পেলেই ত্রাণ পৌছে দিয়ে আসবে। এসময় আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহিন আহেমদ জুয়েল, পৌরসভা কাউন্সিলর রায়হান মাসুম, লালমোহন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এমদাদুল হক রাফেজ উপস্থিত ছিলেন।