অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাসন তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদরাসায় উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ উৎসব


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৪ রাত ১১:৩৬

remove_red_eye

৫৩৩

ইসরাফিল নাঈম, শশীভূষণ : সারা দেশের ন্যায় ভোলার চরফ্যাসন তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদরাসায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদ্বোধনীয় অনুষ্ঠান ও বই বিতরণ উৎসব উদযাপন করা হয়েছে।
সোমবার (০১ জানুয়ারি) সকালে উপজেলার শরিফ পাড়ায় মাদরাসার সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে মাদরাসার ক্যাম্পাসে এই উদ্বোধনী অনুষ্ঠান ও বই বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের মধ্যে ছিলো আনন্দের বন্য।
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মাও. আবদুল খালেক এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, চরফ্যাসন পৌর মেয়র মো. মোরশেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পৌর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন হাওলাদার, চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, বিশিষ্ট শিক্ষাবিদ আবুল কালাম পালোয়ান, করিমজান মহিলা মাদরাসার আরবী প্রভাষক আমজাদ হোসেন। এসময় নতুন বছরের বই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন বই শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর নতুন বছরের উপহার। এই নতুন বই শিক্ষার্থীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করবে।
বর্তমান সরকার নির্দিষ্ট সময়ে ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান সহ সকলকে ধন্যবাদ জানার মাদরাসার প্রিন্সিপাল।
অনুষ্ঠানে মাদরাসার প্রিন্সিপাল মাও. জিয়াউর রহমান সহ সকল শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।