অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে বই উৎসব উদযাপন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৪৮

remove_red_eye

৪০৫

তজুমদ্দিন প্রতিনিধি: তজুমদ্দিন উপজেলায় সারা দেশের সাথে উৎসব মুখর পরিবেশে ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 
 
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ। 
 
উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েতুর রহমানের সভাপতিত্বে চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জোসেফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা আনোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ আঃ মান্নান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ রফিক সাদী। এছাড়াও  স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।