অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা মনপুরা দ্বীপের শিক্ষার্থীরা


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৪৫

remove_red_eye

২৪২

মনপুরা প্রতিনিধি : রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রতি বছরের মত এবারও বছরের শুরুতে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার হাজার হাজার শিক্ষার্থীরা। এই দ্বীপ উপজেলার ৫৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে স্ব স্ব প্রতিষ্ঠানে পালিত হয় বই উৎসব।

সোমবার সকাল সাড়ে ১০ টায় “বঙ্গবন্ধুর দর্শন প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বীপের ৪৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে পালিত হয় বই উৎসব। এছাড়াও একই সময়ে ৮ টি মাধ্যমিক বিদ্যালয়, ২ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৬ টি মাদ্রাসায় পালিত বই উৎসব।

তবে ঘটা করে বই উৎসব পালিত হয় উপজেলার হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এতে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি একেএম শাহজাহান মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার সুণীল চন্দ্র দেবনাথ ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ছালাহউদ্দিন।



এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, সহকারি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্ধ।

এছাড়াও একই সময়ে হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান। এছাড়াও মাদ্রাসায় স্ব স্ব প্রতিষ্ঠানের সুপার ও অধ্যক্ষরা নতুন শিক্ষার্থীদের নতুন বই তুলে দেন।