অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে নৌকা প্রার্থী মুকুলে উঠান বৈঠকে জনতার ঢল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৩ রাত ১১:০৫

remove_red_eye

২৪৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোলায় জমে উঠেয়ে নির্বাচনী মাঠ। লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠকের মধ্যে দিয়ে গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন ভোলার ৪টি আসনের আওয়ামী লীগের প্রার্থীরা। আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ভোলা-২ আসনের বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় চলছে ব্যাপক প্রচার প্রচারনা। রবিবার বিকালে বোরহানউদ্দিন উপজেলার  গঙ্গাপুর ইউনিয়নে অনুষ্ঠিত একটি উঠান বৈঠক অংশ নেন এই আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলী আজম মুকুল। উঠান বৈঠকে  হাজার হাজার জনতার ঢল নামে।
এসময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলকে আহবান জানান, ভোলা ২ আসনের আওয়ামী লীগের প্রার্থী আলী আজম মুকুল।
বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যানের রেজাউল করিম রিয়াজের সভাপতিত্বে উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগ ও ওই ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।