অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:৩১

remove_red_eye

২৯১

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাসনে অগ্নিকাণ্ডে  ৫ দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার রাত ১০ টায় উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারের উত্তর মাথায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাহিন মিকারের মোটরসাইকেল গ্যারেজ, হেলাল উদ্দিনের বিসমিল্লাহ কসমেটিক, মাকছুদের থাই গøাস, ফার্নিসার, ও জালের দোকানসহ ৫টি দোকান পুড়ে গেছে।
বাজার ব্যবসায়ীরা জানান, রাত ১০ টার দিকে প্রথমে একটি মোটরসাইকেল গ্যারেজ দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
চরফ্যাসন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। ততক্ষণে ৪টি দোকান পুড়ে গেছে। এছাড়াও বেশকিছু দোকানের মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।