অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ২৪ জনের নমুনা রির্পোট নেগেটিভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২০ রাত ১১:৪১

remove_red_eye

১৪১২

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় নতুন করে বুধবার করেনা উপসর্গ সন্দেহে পরীক্ষার জন্য ১৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ নিয়ে মোট ৮৭ জনের নমুনা পাঠানো হলো। তবে এর মধ্যে বুধবার পর্যন্ত মোট ২৪ জনের নমুনা রির্পোট পাওয়া গেছে।  প্রতিটি রির্পোট নেগেটিভ পাওয়া গেছে। এদিকে গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত নতুন করে আরো ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভোলা স্বাস্থ্য বিভাগ।

ভোলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম জানান, ভোলায় এ পর্যন্ত ৪১১ জনকে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে   ৫০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এছাড়া মনপুরা ডিগ্রি কলেজে তাবলিগ জামায়াতের ৩৮ জনকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।