বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:২৬
১৯২
বছর শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা। থার্টি ফাস্ট নাইট বিভিন্ন আনন্দ আয়োজনে পালন করেন সবাই। মেতে ওঠেন নতুন বছর উদযাপনের খুশিতে। প্রিয়জনকে উপহার দিতে পারেন দরকারি সব গ্যাজেট।
প্রযুক্তি নির্ভর দুনিয়ায় সারাক্ষণ কোনো না কোনো গ্যাজেট ব্যবহার করছেন। স্মার্ট সব গ্যাজেট আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলছে। তাই নিউ ইয়ারে আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন স্মার্ট গ্যাজেটগুলো। যা আপনার প্রিয়জনের দৈনন্দিন কাজ আরও সহজ করে তুলবে।
জেনে নিন কোন গ্যাজেট উপহার দিতে পারেন-
ইয়ারবাড
আপনার প্রিয় মানুষটা যদি গান শুনতে পছন্দ করেন তাহলে তার জন্য সেরা উপহার হতে পারে ব্লুটুথ ইয়ারবাডগুলো। বর্তমানে বিভিন্ন বাজেটে বিভিন্ন সংস্থার ট্রু ওয়্যারলেস হেডফোন পেয়ে যাবেন। এছাড়া বছর শেষে অনেক ছাড় থাকে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে। চাইলে লুফে নিতে পারেন সেগুলো। হেডফোনগুলোতে মাইক এবং নয়েজ ক্যান্সেলেশন ফিচার পাবেন। অর্থাৎ পকেট থেকে ফোন বের না করে হেডফোন দিয়ে কল রিসিভ করে কথা বলে নিতে পারবেন।
স্মার্টওয়াচ
সময় দেখা ছাড়াও নানা কাছে ব্যবহার করা যায় স্মার্টওয়াচ। বিশেষ করে স্বাস্থ্যের খেয়াল রাখতে অসংখ্য ফিচার দেওয়া থাকে। হার্ট রেট, ডায়াবেটিস এখন স্মার্টওয়াচেই মেপে নিতে পারবেন। ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেলও (SpO2) পরিমাপ করতে পারবেন। সারাক্ষণ স্মার্টওয়াচ শারীরিক অবস্থার জানান দেবে। ব্যবহারকারী দিনে কতগুলো স্টেপ হাঁটলেন, কত ক্যালোরি বার্ন করলেন, তা সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক রিপোর্ট দেখায় স্মার্টওয়াচ। স্লিপ মনিটরিং সেন্সরও রয়েছে স্মার্টওয়াচে।
স্মার্টফোন
বর্তমানে স্মার্ট ডিভাইসের সঙ্গেই আমাদের কাটছে সারাদিন। তাই একটি স্মার্টফোন উপহার হিসেবে কিনতে পারেন। স্মার্টফোন থাকলে খুব সহজেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে বাজার কথা থেকে শুরু করে জরুরি প্রয়োজনে গাড়ি ডাকা সব কাজই করা যাবে। এমনকি বাড়ির বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ করতে পারবে ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে। যে কোনো বাজেটের মধ্যেই খুব ভালো ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পারবেন উপহার দেওয়ার জন্য।
ইনস্ট্যান্ট ক্যামেরা
এটি দুর্দান্ত একটি গ্যাজেট। দাম বেশি হলেও এতে অনেক সময়ই অফার পাওয়া যায়। ফলে আপনাকে ওই বেশি দামে কিনতে হবে না। আপনি যাকে এটি উপহার দিতে চান, তিনি যদি ছবি তুলতে পছন্দ করেন, তাহলে এটি একটি দুর্দান্ত উপহার। এর সবচেয়ে বড় সুবিধা হল, আপনি এতে ছবি তোলার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। অর্থাৎ এটি ফটো আকারে বেরিয়ে আসবে।
স্মার্ট স্পিকার
অবসর সময়ে কোরআন তেলাওয়াত শোনা, গান শোনা কিংবা কলিং বেলের শব্দ ঘরের যে কোনো প্রান্তে শুনতে স্মার্ট স্পিকার দিতে পারেন। বর্তমানে স্মার্ট স্পিকারে আরও অনেক ধরনের ফিচার দেওয়া থাকে। বিভিন্ন দামের অনেক কোম্পানির স্মার্ট স্পিকার পাওয়া যায় বাজারে।
ইলেকট্রিক এসেনশিয়াল অয়েল ডিফিউজার
জীবন যত স্মার্ট হচ্ছে মানসিক শান্তি, স্থিতি ততই বিপর্যস্ত হচ্ছে। তাই আলাদা করে শান্তি খোঁজার প্রয়োজন হচ্ছে মানুষের। আর এই কাজে খুব ভালভাবে সাহায্য করতে পারে এসেনশিয়ল অয়েল ডিফিউজার। বৈদ্যুতীন ডিফিউজারগুলো ব্যবহার করা সহজ, এতে মন ভালো থাকে। তাই প্রিয়জনকে তাদের পরিবেশের সঙ্গে মানানসই ইলেকট্রিক এসেনশিয়ল অয়েল ডিফিউজার সেট দেওয়া যেতে পারে উপহার হিসেবে।
এলইডি পিলো
বালিশের মতো আরামদায়ক আর কী হতে পারে! কিন্তু বালিশ কি কাউকে উপহার দেওয়া যায়? আধুনিক উপহারের তালিকায় কিন্তু নাম তুলে ফেলেছে এই বালিশ। আসলে এ তো, যেমন তেমন বালিশ নয়। প্রিয়জনের নাম, বিশেষ কোনও বার্তা, এমনকি প্রিয় ছবিও ছাপিয়ে দেওয়া যেতে পারে সেই বালিশে। সবচেয়ে বড় বিষয় সেই বালিশে জ্বলতে পারে এলইডি আলোও। ফলে দারুন রোমান্টিক পরিবেশ তৈরি হবে ঘর জুড়ে।
ক্যামেরা অ্যাকসেসারিজ
আপনার সঙ্গী বা বন্ধু যদি সোশ্যাল মিডিয়ায় খুব একটিভ হয়ে থাকে তাহলে ক্যামেরা অ্যাকসেসারিজ উপহার দিতে পারেন। ইউএসবি লাইট অথবা একটি ফোন হোল্ডার সহ ট্রাইপড কিনে নিতে পারেন। কম বাজেটের মধ্যেই এই অ্যাকসেসরিজগুলো পেয়ে যাবেন খুব সহজে।
সুত্র জাগো
লালমোহনে থমকে আছে ক্রীড়া প্রেমিদের স্বপ্নের স্টেডিয়াম নির্মাণ কাজ
ভোলায় দুর্যোগ মোকাবেলায় সবার সহযোগিতা প্রয়োজন : জেলা প্রশাসক
রাজাপুরে ছাত্রসমাজের মতবিনিময় সভা
তারেক রহমানের মামলা প্রত্যাহার চেয়ে চরফ্যাশনে বিশাল জনসভা
ভোলায় আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত রাসেল বাহিনীর ২ ডাকাতকে গ্রেপ্তার
লালমোহনে মেজর (অব:) হাফিজের সহধর্মীনী’র রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত
ভোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের ৩ দিনব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণের উদ্বোধন
ভোলার ভেলুমিয়া ইউনিয়নে বিনামূল্যে চক্ষু ক্যাম্প
দৌলতখানে প্রাঃ শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ হোসেন সম্পাদক আবদুল হাই
পুষ্টি মেলায় শিক্ষার্থীরা পেল গাছের চারা ও পুষ্টি প্লেট
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত