অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ‌্যাশ‌নে সংখ‌্যালঘু প‌রিবা‌রের বৃদ্ধ‌কে নির্যাতন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৩ রাত ১০:৫৩

remove_red_eye

২৩২


 
বাংলার  কণ্ঠ ডেস্ক: ভোলার চরফ‌্যাশ‌নে সংখ‌্যালঘু প‌রিবা‌রের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ‌কে  নির্যাতন ক‌রার অভিযোগ পাওয়া গেছে । ওই বখা‌টে পৌরসভার ৬ নং ওয়া‌র্ডের বিএন‌পি নেতা আ‌জিজল মিয়ার ছে‌লে মোঃ আ‌রিফ (২৭) । এ ঘটনায় বৃদ্ধার ছে‌লে বাদী হ‌য়ে থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের কর‌লে, চরফ‌্যাশন থানা পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে বখা‌টে আ‌রিফ‌কে গ্রেফতার ক‌রে‌ন । ঘটনা‌টি ঘ‌টে‌ছে চরফ‌্যাশন পৌরসভার ৬ নং ওয়া‌র্ডে র‌বিবার বিকাল ৩ টার দি‌কে ।
বৃদ্ধার ছে‌লে বাসু‌দেব দেবথান জানান, বিএনপি নেতার গরু‌তে তা‌দের ক‌য়েক‌টি লাউ গা‌ছের চারা নষ্ট কর‌লে তার বৃদ্ধ বাবা শ্রীধাম দেবনাথ এর প্রতিকার চে‌য়ে একা ঘ‌রে গি‌য়ে ঘু‌মি‌য়ে প‌ড়েন । এক পর্যা‌য়ে বৃদ্ধার ছে‌লেরা ঘ‌রে না থাকার সু‌যো‌গে ওই বখ‌াটে ঘ‌রের জরজা ভে‌ঙ্গে ঘ‌রে ঢু‌কে ঘুমন্ত বৃদ্ধার গলায় পাড়া দি‌য়ে রড দি‌য়ে পি‌টি‌য়ে মারাত্নক জখম ক‌রে চ‌লে যায় । বৃদ্ধার চিৎকা‌রে পার্শবর্তী লোকজন এ‌সে অ‌চেতন অবস্থায় উদ্ধার ক‌রে তা‌কে হাসপাতা‌লে ‌নি‌য়ে যায় । বর্তমা‌নে বৃদ্ধা মৃত‌্যুর সা‌থে পাঞ্জা লড়‌ছে ব‌লে জানান, বৃদ্ধার ছে‌লে বাসু‌দেব । এব‌্যাপা‌রে অ‌ভিযুক্ত আ‌রি‌ফের প‌রিবা‌রের সা‌থে মু‌ঠো‌ফো‌নে ০১৭১৬৫৫--05 যোগা‌যোগ করার চেষ্টা কর‌লে তা‌দের ফোন বন্ধ পাওয়া যায় ।