অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে ঘর থেকে বের না হতে অনুরোধ জানিয়ে এমপি শাওনের মাইকিং


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২০ রাত ০৮:৩৩

remove_red_eye

৭৬৯


লালমোহন  প্রতিনিধি : ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন লালমোহনের বিভিন্ন বাজারে মাইকিং করে জনসাধারণকে ঘর থেকে বের না হতে অনুরোধ করেন। এসময় তিনি বলেন, বাঁচতে হলে কেউ ঘর থেকে বের হবেন না, ঘরই আপনাদের জন্য নিরাপদ। আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন। কারো খাবার শেষ হয়ে গেলে হট লাইনে ফোন করলে তার বাড়িতে পৌছে দেওয়া হবে ত্রাণ সামগ্রী। যতদিন প্রয়োজন ততদিন ত্রাণ সামগ্রী দেওয়া হবে। মঙ্গলবার দিনব্যাপী কেউ যেন ঘরের বাইরে বের না হয় সেজন্য বাজারে বাজারে গিয়ে মাইকিং করে এ আহবান জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি লালমোহনের বিভিন্ন বাজার ঘুরে ঘুরে মাইকিং করে বলেন, দিন দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর থেকে বাঁচতে হলে কেউ ঘর থেকে বের হবেন না। এসময় এমপি শাওন বিভিন্ন লোকজনের মাঝে মাক্স বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাছেত হোসেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমূখ।