অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


নামাজে লাঠিতে ভর দিয়ে দাঁড়ানো কি জায়েজ?


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:১৮

remove_red_eye

২৪৭

অসুস্থতা বা বার্ধক্যের কারণে স্বাভাবিকভাবে নামাজে দাঁড়িয়ে থাকা কষ্টকর হলে লাঠি বা অন্য কিছুর উপর ভর করে দাঁড়ানো জায়েজ।

উম্মে কায়েস বিনতে মিহসান (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুলের (সা.) শেষ বয়সে যখন তার শরীর ভারী হয়ে যায়, তখন তিনি নামাজের স্থানে একটি লাঠি রাখতেন। ওই লাঠির ওপর ভর দিয়ে তিনি নামাজ আদায় করতেন। (সুনানে আবু দাউদ: ৯৪৫)

ওজরের কারণে দেওয়ালে বা অন্য কিছুতে হেলান দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়াও জায়েজ। ওজর ছাড়া নামাজে কোনো কিছুর ওপর ভর করে দাঁড়ানো বা হেলান দিয়ে দাঁড়ানো মাকরুহ। তাবেঈ ইবরাহিম নাখঈ (রহ.) বলেন, দেওয়ালে হেলান দিয়ে নামাজ পড়া মাকরুহ; তবে ওজর থাকলে জায়েজ। (মুসান্নাফে আবদুর রাযযাক)

সুত্র জাগাে