অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ১০ টাকা কেজির চাল কিনতে উপচে পড়া ভীড়, করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কা


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২০ বিকাল ০৩:০৪

remove_red_eye

১২০২

ইসতিয়াক আহমেদ : ভোলায় খাদ্য বিভাগ সাধারন মানুষের জন্য ১০ টাকা কেজিতে চাল বিক্রির কার্যক্রম ডিলারদের মাধ্যমে শুরু করেছে। কিন্তু ওই চাল কিনতে গিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে কোন সামাজিক দুরুত্ব নিশ্চিত করা হচ্ছে না ।একজনের গায়ের সাথে আরেকজন জন ধাক্কা ধাক্কি করে চাল কেনার হিড়িক পড়েছে। এমনি অধিকাংশের মুখে নেই মাস্ক হাতে গ্লাভস। এতে করে করেনো ভাইরাস সংক্রামন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ভোলার কালিখোলা, কালিনাথ রায় বাজার এলাকায় সকাল থেকেই ১০ টাকা কেজিতে মাথাপিছু ৫ কেজি চাল কেনার জন্য শত শত নারী- পুরুষ হুমড়ি খেয়ে পড়ছে। এখানো সরকারি কোন তদারকি নেই। সামাজিক দূরত্ব মেনে কাউকেই চাল কিনতে দেখা যায় নি। ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে তাদের টহল জোরদার করা হয়েছে। ১০ টাকা কেজিতে চাল বিক্রির বিষয়ে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বিষয় তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান এ বিষয়ে দ্রুত পদক্ষে নেয়া হচ্ছে বলে তিনি জানান।


করোনা



আরও...