অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানউদ্দিনে সামাজিক দূরত্বের শর্ত ভঙ্গ করায় ১২ জনের অর্থদণ্ড


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২০ ভোর ০৪:৪৯

remove_red_eye

৬৪৪

বাংলার কন্ঠ প্রতিবেদক:: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভোলার বোরহানউদ্দিনে মাঠে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। সোমবার সামাজিক দূরত্ব বজায় রাখার শর্ত ভঙ্গ করায় ১২ জনকে ১১ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।  সকাল ৭ টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী জানান, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে উদ্বিগ্ন সারা বিশ্বের মানুষ। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব রক্ষায় সরকার গণপরিবহন চলাচল বন্ধের পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যেতে নির্দেশ দিয়েছে। ওই নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্বের শর্ত ভঙ্গ করায় কাসেম, কামাল, নাইম হাসান, রিয়াজ, নিরব, সোহেল, আবু নাইম, মোঃ সোহেল, নাইমুদ্দিন ও নাইম আলম কে ১০০০ টাকা করে এবং আলী হাসান ও জুয়েলকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।