অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে বিএমএসএফ'র উদ্যোগে সাংবাদিকের রোগ মুক্তি কামনায় দোয়া মুনাজাত


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৩১

remove_red_eye

২৫৯

তজুমদ্দিন প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে ভোলার তজুমদ্দিনে মহান বিজয় দিবস উপলক্ষে  মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী সব শহীদের রূহের মাগফিরাত ও বিএমএসএফ তজুমদ্দিন উপজেলা শাখার সহ-সভাপতি মোশারফ হোসেন ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: সেলিম রেজার রোগ মুক্তি কামনায় দোয়া মুনাজাত  অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় তজুমদ্দিন প্রেসক্লাবে হলরুমে   বিএমএসএফ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি গাজী আবদুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মান্নান তামিম'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী সব শহীদের রূহের মাগফিরাত কামনা দোয়া মুনাজাত ও আলোচনায় অংশ গ্রহণ করেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন প্রেসক্লাব সভাপতি হেলাল উদ্দিন সুমন,সাধারণ সম্পাদক এম,নুরুন্নবী,  সাবেক সভাপতি রফিকুল ইসলাম সাদী। রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম,নয়ন, প্রভাষক ফরিদ উদ্দিন তালুকদার, ইউপি সদস্য সিরাজুল ইসলামসহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।