অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে মালবাহী টেম্পুট্রলির ধাক্কায় যুবক নিহত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:২৮

remove_red_eye

৩০৯

ইসরাফিল নাঈম, শশীভূষণ প্রতিনিধি : ভোলার চরফ্যাসনে মালবাহী টেম্পু ট্রলির ধাক্কায় লিটন হাওলাদার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরে দক্ষিণ আইচার থানার নজরুল নগর ইউনিয়নের সাড়েকখালী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক লিটন ওই গ্রামের মো. আলম হাওলাদর এর ছেলে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবক লিটন সাড়েকখালী এলাকায় সড়কে দাড়িয়ে ছিলো। পিছন থেকে একটি মালবাহী টেম্পুট্রলি তাকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
দক্ষিণ আইচা থানার ওসি মো. সাঈদ আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।