অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে উৎসবমুখর বিজয় দিবস পালিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪১

remove_red_eye

৩১৩

বোরহানউদ্দিন প্রতিনিধি:  ভোলার বোরহানউদ্দিনে উৎসবমুখর পরিবেশে ৫২তম বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর শহীদবেদি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধা নিবেদন করেন নানা শ্রেণি-পেশার লোক। সকাল ৮টায় বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও নান্দনিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ ও ইউএনও মো. রায়হান-উজ্জামান কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।

একই স্থানে এরপর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামানের সভাপতিত্বে ওই সময় বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ওসি মো. শাহীন ফকির, উপজেলা আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আছমত আলী প্রমুখ।
এছাড়া বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বিজয় দিবসে নানা কর্মসূচি পালন করে।