অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


পার্থে প্রথম টেস্টে পাকিস্তান দলে দুই পেসারের অভিষেক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪১

remove_red_eye

২২০

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গেছে পাকিস্তান। আগামীকাল বৃহস্পতিবার পার্থে প্রথম টেস্টে অসিদের বিপক্ষে মাঠে নামবে শান মাসুদের দল। এরইমধ্যে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। এই ম্যাচে দলে অভিষেক হবে দুই পেসারের। তারা হলেন- আমের জামাল ও খুররম শেহজাদ। এই দুই জনের অভিষেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার হাসান আলি।

একাদশে রাখা হয়নি কোনো অভিজ্ঞ স্পিনারকে। ইনজুরির কারণে ছিটকে গেছেন লেগস্পিনার আবরার আহমেদ। তবে দলে আছেন অনিয়মিত অফস্পিনার সালমান আলি আগা। এছাড়া মোহাম্মদ রিজওয়ানের জায়গায় ফিরেছেন সরফরাজ আহমেদ।

একই দিনে একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়াও। দলে ফিরেছেন নাথান লায়ন। এছাড়া ক্যামেরন গ্রিনের জায়গায় খেলবেন মিচেল মার্শ।

এই ম্যাচে দারুণ দুই মাইলফলকে সামনে দাঁড়িয়ে আছেন বাবর আজম। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্ট ম্যাচটি হবে তার ক্যারিয়ারের ৫০তম ম্যাচ। এই টেস্টে ২২৮ রান করতে পারলে পাকিস্তানের ১২তম ব্যাটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলকে পৌঁছে যাব্নে বাবর।

পরিসংখ্যানে ম্যাচ জয়ের দিক থেকে অনেকটুকু এগিয়ে টিম অস্ট্রেলিয়া। সবশেষ ১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জিতেছিল পাকিস্তান। ওই ম্যাচে সফরকারীরা ৭৪ রানে জয় পেয়েছিল। পার্থে ২০০৪ সালে সবশেষ টেস্ট খেলেছিল পাকিস্তান এবং পার্থের এই ভেন্যুতে খেলা ৫ ম্যাচের ৫টিতেই হেরেছে সফরকারীরা।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

পাকিস্তান একাদশ

ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, সরফরাজ আহমেদ, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল ও খুররম শেহজাদ।

সুত্র জাগো