অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ইউপি সদস্যসহ ৮ জুয়ারী আটক


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৩৮

remove_red_eye

২৯৯

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে থানা পুলিশ অভিযান চালিয়ে ১ ইউপি সদস্য, ১ নারী ইউপি সদস্যের স্বামীসহ ৮ জুয়ারীকে আটক করেছে। বোরহানউদ্দিন থানায় সদ্য যোগদানকারী ওসি শাহিন ফকিরের নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের মজম বাজারে স্থানীয় শাহিনের দোকান থেকে জুয়ারীদের আটক করেন ।
থানা সূত্র জানায়, আটককৃত জুয়ারীরা হলো,উপজেলার দেউলা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য ও মৃত: আ. ওহাবের ছেলে মো. জিয়াউল হক, আবুল বাশারের ছেলে আয়াতউল্যাহ (৪০), রফু খাঁর ছেলে মো. ফয়েজউল্যাহ (২৪),মৃত: জলিল মেলকারের ছেলে মো. মিজান (৩৫), আ. আলী খাঁর ছেলে মো. রাসেল, সাচড়া ইউপির দুলাল খাঁর ছেলে মো. আসমত (৩৫), লালমোহন উপজেলার বদরপুর ইউপির কাশেম মেলকারের ছেলে মাইদুল ইসলাম(২৫),জলিল মেলকারের ছেলে  মো. মোশারফ (৩০)।
বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান, দেউলা ইউপির মজম বাজারে
শাহিনের দোকানে ভোলা জেলার বিভিন্ন উপজেলা থেকে বড় বড় জুয়ারীরা এসে
দীর্ঘদিন থেকে জুয়া খেলে আসছে,গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুয়ারীকে আটক করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।