অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে হরিণ শিকারের দায়ে তিন জনের কারাদণ্ড


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৫৭

remove_red_eye

২৯৫

ইসরাফিল নাঈম, শশীভূষণ থেকে :  ভোলার চরফ্যাশনের চরমানিকায় সংরক্ষিত বনে হরিণ শিকার ও পাচারের অভিযোগে দায়ের করা মামলায় তিন যুবকের প্রত্যেককে ১মাসের কারাদন্ড এবং দুই হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন চরফ্যাশন সিনিয়র জুুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।

সোমবার (১১ ডিসেম্বর) চরফ্যাশন সিনিয়র জুুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত’র বিচারক মো. মোস্তাফিজুর রহমান এ দন্ডাদেশ দেন। দন্ডিতরা হলেন, কাদের হাওলাদারের ছেলে আব্দুল মজিদ (২৫) ও মন্নান হাওলাদার (৪০) এবং বাহাদুর খাঁর ছেলে আবু ছায়েদ (৩৮)।এদের সকলের বাড়ি উপজেলার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নে। দন্ডিতদের মধ্যে আসামী আব্দুল মজিদ কারাগারে আছেন।

অপর দুই আসামী পলাতক রয়েছে। চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ষ্টোনো টাইপিস্ট মো. নুরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সুত্রে জানাগেছে, উপজেলার চর মানিকায় সংরক্ষিত কেওড়া বাগানে প্রবেশ করে ফাঁদ পেতে হরিণ শিকারের সময় আসামি আবদুল মজিদকে আটক করে চরমানিকা বিটের কর্মকর্তা। আটকের পর তার স্বীকারোক্তিতে মন্নান হাওলাদার এবং আবু ছায়েদসহ তিনজনকে আসামি করে ২০২০ সালের ১৭ জুন মামলা করে বনবিভাগ । তিন আসামি আদালত থেকে জামিনে এসে দীর্ঘদিন হাজিরা না দিয়ে পালিয়ে ছিল।

চরফ্যাশন উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. ছালাম হোসেন জানান, আসামি আবদুল মজিদ রায়ের তারিখে আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত এ দন্ডাদেশ দেন এবং আব্দুল মজিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।