অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাসন তাযিকয়াতুল উম্মাহ মডেল মাদরাসায় অভিভাবক সমাবেশ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই ডিসেম্বর ২০২৩ রাত ১১:৫১

remove_red_eye

১৯৫

ইসরাফিল নাঈম, শশীভূষণ থেকে : ভোলার চরফ্যাসনে আধুনিক ও ইসলামি শিক্ষা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে গড়ে ওঠা চরফ্যাসন তায্কিয়াতুল উম্মাহ মডেল মাদরাসায় ভর্তি পরীক্ষা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার শরিফ পাড়ায় মাদরাসার ক্যাম্পাসে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।
অভিভাবক সমাবেশে মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও চরফ্যাসন করিমজান মহিলা মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেক সাহেবের সভাপতিত্বে ও ফুলবাগ সিনিয়ন আলিম মাদরাসার আরবি প্রভাষক মাও. নুরুউদ্দিন এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, চরফ্যাসন পৌরসভার মেয়র মো. মোরশেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চরফ্যাসন পৌর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর গিয়াসউদ্দিন হাওলাদার, চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, করিমজান কামিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাও. ইয়াকুব শরিফ, সাবেক প্রধান শিক্ষক আলতাফ হোসেন, সাবেক ইউপি সদস্য আনিছ মেম্বার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম পালোয়ান, ইবতেদায়ী এসোসিয়েশনের সভাপতি মাও. মাহাবুবুর রহমান, চরফ্যাসন তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদরাসর কোষাদক্ষ মো. জসিম উদ্দিন।
এছাড়া অভিভাবক সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মাদরাসার শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা ও কর্মচারীগণ।
উল্লেখ্য, মাদরাসটি নতুন সিলেবাস নিয়ে ২০২৪ সাল থেকে একাডেমিক যাত্রা শুরু করবে। মাদরাসার শিক্ষা ব্যবস্থায় বাংলা ও আরবি মাধ্যম, ইংরেজি ভার্সন, নূরানী, নাজেরা, হিফয ও শুনানি বিভাগের সমন্বয়ে চরফ্যাসনে এই প্রথম চরফ্যাসন তায্কিয়াতুল উম্মাহ মডেল মাদরাস চালু হয়েছে।