অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে এমপি, মেয়র ও ইউএন’র খাদ্যসামগ্রী বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২০ ভোর ০৫:৫৬

remove_red_eye

৮১৮

বোরহানউদ্দিন প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিনে খাদ্যসামগ্রী নিয়ে বেদে সম্প্রদায়ের বস্তিতে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হয়েছেন ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী। শনিবার ভোরে উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকায় ৩০ টি বেদে পরিবারের মধ্যে খাদ্যসমগ্রী বিতরণ করা হয়। এছাড়া ওই সময় এলাকার আরো ৫০ টি পরিবারের মধ্যে সংসদ সদস্য খাদ্যসামগ্রী বিতরণ করেন।


ইউএনও মো. বশির গাজী জানান, করোনার কারণে মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলায় ২ হাজার কর্মহীণ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণও অব্যাহত আছে।


এছাড়া শনিবার বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম পৌরসভার সাত, আট ও নয় নম্বর   ওয়ার্ডের কর্মহীণ হয়ে পড়া ৪ শত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌছে দেন।