অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৩ রাত ১১:০৩

remove_red_eye

১২৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে"আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারীর উপরে সহিংসতার আশংঙ্কা: প্রতিরোধ গড়ুন প্রতিবাদ করুন"প্রতিপাদ্যকে সামনে রেখে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন করা হয়েছে।বুধবার (৬ ডিসেম্বর) সকালে চরফশ্যান ফ্যাশন স্কয়ারে দিবসটি উপলক্ষে নারীদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
 ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম এর যৌথ আয়োজনে ও নারীপক্ষের অধিকার এখানে, এখনই (জঐজঘ-২)প্রকল্প সহযোগীতায় দিবসটি পালন করা হয়।এসময় সমাজকর্মী,সাংবাদিক,জনপ্রতিনিধি,এনজিওপ্রতিনিধি,তরুন-তরুনী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
কর্মসূচিতে ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি মনির আসলামির সভাপতিত্বে ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম চরফ্যাসন উপজেলার সমন্বয়কারী তরিকুল ইসলামের সঞ্চালনায়, প্রভাষক নাহিমা ইসলাম,চরফ্যাসন পৌরসভা (১,২ও৩)ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফরিদা  বেগম,(৪,৫ও৬)ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেজওয়ান পারভীন, (৭,৮ও ৯)ওয়ার্ড মহিলা কাউন্সিলর জাহানারা বেগম,নারী নেত্রী ইসরাত জাহান,নুসরাত জাহান সহ সংগঠনের অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,নারীরা শুধু নির্বাচন কালীন নয় তারা অনেক ক্ষেত্রেই নির্যাতনের স্বীকার হয়। চাকরির প্রলভন দেখিয়ে,বিদেশ নেওয়ার কথা বলে বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হয়।এছাড়াও তারা স্বামী কর্তৃকও নির্যাতনের স্বীকার হয় তবে তারা মুখ খুলে কিছু বলতে পারে না। নারীর নিরাপদ জীবন বির্নিমাণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালনের প্রতি জোর দাবি জানান।