অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে জনতার হাতে দুই প্রতারক আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই ডিসেম্বর ২০২৩ রাত ১০:২৮

remove_red_eye

২৯৭

 

 

নৌ-বাহিনীর  পোশাক পরে চাঁদাবাজী


মোঃ ইসমাইল :  ভোলার তজুমদ্দিনে নৌবাহিনীর সদস্য পরিচয় দেয়া মো. রহিম ভুঁইয়া (৪৮) ও মো.  সজীব (৩০) নামে দুইজনকে আটক করেছেন সাধারণ জনতা। সোমবার বিকেলে উপজেলার চরমোজাম্মেলে স্থানীয় বাসিন্দাদের কে সরকারি ভাবে গরু ও সেলাইমেশিন দিবে বলে টাকা আদায় করার সময় জনতারা তাদেরকে আটক করেন। পরে আটককৃত দুই জনকে তজুমদ্দিন থানা পুলিশে সোপর্দ করেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পন্তবাজার নামক এলাকার মৃত মহব্বত আলীর ছেলে মো. রহিম ভূইয়া ও লক্ষিপুর জেলার রামগতি উপজেলার চরবাদাম এলাকার রফিকের ছেলে মো. সবজি। আটককৃত রহিম ভূইয়া বাংলাদেশ নৌ-বাহিনীতে বাবুর্চি পদে চাকরি করে ২০২১ সালে অবসরে আসেন।

চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ জানান, উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারের লোকজন আমাকে মোবাইল ফোনে জানান, নৌবাহিনীর পোশাক পড়া দুইজন ব্যক্তি গরু ও সেলাই মেশিন দিবে বলে এক হাজার টাকা করে দাবি করছেন। এ সংবাদ শুনে আমি তাৎক্ষণিক চরে প্রকল্পের কাজে নিয়োজিত নৌবাহিনীর সিসি কামালউদ্দিন, ইউএনও শুভ দেবনাথ, তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদকে জানাই। যাচাই পূর্বক তাদের থানায় আনা হয়। পরে জানতে পারি তারা বাংলাদেশ নৌ বাহিনীর সৈনিক নন, তারা প্রতারক।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, গতকাল রাতে নৌবাহিনীর সদস্য পরিচয় দেয়া ভূয়া ২ জনকে আটক করে চরমোজাম্মেলের লোকজন। খবর পেয়ে তাদেরকে তজুমদ্দিন থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেন। এবং আটককৃত রহিম ভূইয়া নৌ-বাহিনীতে বাবুর্চি পদে চাকরি করে ২০২১ সালে অবসরে আসেন বলে জানান। তাদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

############