অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


থাইল্যান্ডের বাস দূর্ঘটনায় ১৪ জনের মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৫১

remove_red_eye

২৩০

দক্ষিণ থাইল্যান্ডে ডাবল ডেকার একটি বাস গাছের সাথে ধাক্কা খেয়ে অন্তত ১৪ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে। পুলিশ মঙ্গলবার একথা জানিয়েছে।
সোমবার রাতে উপকূলীয় প্রচুয়াপ খিরি খান প্রদেশে দূরপাল্লার বাসটি ব্যাঙ্কক থেকে রাজ্যের দক্ষিণে যাওয়ার সময় গাছের সাথে ধাক্কা লেগে দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। গাছটি এখনও মাঝখানে আটকে আছে।
প্রাচুয়াপ খিরি খানের হুয়ে ইয়াং জেলার একজন পুলিশ তদন্তকারী আর্নন টাংটো এএফপি’কে বলেছেন, ‘প্রাথমিক তদন্তে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৩২ জন আহত হয়েছে।’ তিনি বলেছেন তদন্ত চলছে।
তিনি বলেন, দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি, তবে পুলিশ সন্দেহ করছে চালক ঘুমের ঘোরে চালানোর সময় এই দূর্ঘটনা ঘটে। চালক মারাত্মকভাবে আহত হলেও বেঁচে গেছেন।
আর্নন বলেছেন, ‘আমরা তার রক্তে অ্যালকোহলের মাত্রা পরীক্ষা করার জন্য হাসপাতালের সাথে যোগাযোগ করছি।’
নিহতরা সবাই থাই নাগরিক কি-না তা তদন্ত করছে পুলিশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, থাইল্যান্ডে বিশ্বের সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। সেখানে প্রতি বছর প্রায় ২০ হাজার মানুষ মারা যায়।

সুত্র বাসস





আরও...