অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন: ৪ চালকের অর্থদণ্ড


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২০ ভোর ০৪:৫৬

remove_red_eye

৮৩৮

অচিন্ত্য মজুমদার :: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করায় ভোলার বোরহানউদ্দিনে ১৩৭ যাত্রী বোঝাই দুটি বাস ও ২টি মাইক্রবাস আটক করে নৌবাহিনী। শনিবার বিকেলে ওই পরিবহনের ৪ ড্রাইভারকে আটক করে তারা। পরে রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর ওই চার ড্রাইভারের ৩০ হাজার টাকা অর্থদণ্ড করে।

ভোলা নৌ কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নুর মোহাম্মদ জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চরফ্যাশন থেকে রজনীগন্ধা পরিবহন-১ তাবলীগ জামাতের ৭০ জন যাত্রী নিয়ে ভোলা সদর হয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। অন্যদিকে রজনীগন্ধা-২ বাসটি ঢাকা থেকে ৪৫ জন যাত্রী নিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। এছাড়া অন্য দুইটি মাইক্রোবাস ২২ জন যাত্রী নিয়ে ভোলা সদরের দিকে যাচ্ছিল। এসময় ওই পরিবহন চারটির ১৩৭ জন যাত্রীকে নামিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে করোনা ভাইরাস বিস্তারে সম্পর্কে  জানানো হয়। এছাড়া সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ ধরনের চলাচল দেশের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনবে বলে তাদেরকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। এছাড়া চার পরিবহনের ড্রাইভারদের ভ্রম্যমান আদালতে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী জানান, আটক চার পরিবহ চালককে ভ্রাম্যমান আদালত মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এর মধ্যে বাস চালক জহিরকে ১০ হাজার ও শাহে আলমকে ১০ হাজার টাকা এবং মাইক্রেবাসের চালক আলমগীরকে ৫ হাজার ও আলী আকবরকে ৫ হাজার টাকার অর্থদণ্ড করা হয়।