অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে তিন লাখ টাকার জব্দকৃত বিহিন্দী জালে আগুন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৫২

remove_red_eye

৩৬০

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে আটককৃত তিন লাখ টাকার অবৈধ বিহিন্দী জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার বিকালে শশীগঞ্জ ¯øুইসগেট এলাকায় জনসম্মুখে এসব জালে আগুন ধরিয়ে দেয় মৎস্য অধিদপ্তর।
উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন জানান, শনিবার বিকালে উপজেলার চরজহিরউদ্দিন হানিফ মাঝির খাল এলাকায় অভিযান চালিয়ে বড় বড় তিনটি অবৈধ বিহিন্দী জাল আটক করা হয়। এসব জালের অনুমান মূল্য প্রায় তিন লক্ষ টাকা। ঘাটে ফিরতে রাত হয়ে যাওয়ায় রবিবার বিকালে শশীগঞ্জ ¯øুইসগেট এলাকায় প্রকাশ্যে এসব অবৈধ বিহিন্দী জালে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হয়। অবৈধ জাল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ আল আমিন, এএসআই  আঃ জলিল, তজুমদ্দিন প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি মোঃ রফিক সাদী, মৎস্য ব্যবসায়ী মোঃ আশ্রাফ আলি প্রমূখ।