অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে আওয়ামী লীগের বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২৩ সকাল ০৯:০০

remove_red_eye

৩০৩

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল শান্তি ও  উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বোরহানউদ্দিন লঞ্চঘাট প্রাঙ্গণে ওই  সমাবেশ অনুষ্ঠিত  হয়। সমাবেশে  প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, আলী আজম মুকুল এমপি।

উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হলে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের  সভাপতি জ‌সিমউ‌দ্দিন হায়দারের সভাপতিত্বে সমাবেশে এমপি ছাড়াও বক্তব‌্য রা‌খেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম,দৌলতখান পৌরসভার মেয়র মো. জাকির হোসেন তালুকদার।  সমাবেশে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার আ'লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের তৃতীয় বার মনোনয়ন পেয়ে প্রথমবারের মত আলী আজম মুকুল এমপি বুধবার সকালে বোরহানউদ্দিন উপজেলা পৌরসভা লঞ্চঘাটে পৌঁছান। তাকে বরন করে নিতে হাজার হাজার নৌকার ভোটার , নেতা কর্মী ও সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন।