অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা: আহত ১০


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২০ রাত ০৩:১৯

remove_red_eye

১৬৮৮

লালমোহন প্রতিনিধি :: ভোলার লালমোহনে পানের বরজে পানি দেওয়া নিয়ে হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে। তাদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাউরিয়া গ্রামের তপন মাষ্টার বাড়ির নিখিলের সাথে পানের বরজে পানি দেওয়া নিয়ে পাশ্ববর্তী ৯নং ওয়ার্ডের হাশেমের কথাকাটাকাটি হয়। এ ঘটনায় হাশেমের পক্ষ হয়ে ওই ওয়ার্ডের মাহমুদুল হকের ছেলে হিরণের নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন জুমার নামাজ শেষে তপন মাষ্টার বাড়িতে হামলা চালায়। এতে ভবরঞ্জন মাষ্টার, নিখিল দাস, সুভাষ, অনিল, সুমি রানী, ইভান, মিতু, পলাশ ও জামাল আহত হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।