অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ফিশারিজ কো-ম্যানেজমেন্ট কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২৩ রাত ১০:২১

remove_red_eye

২৪১

তজুমদ্দিন প্রতিনিধি :  ভোলা তজুমদ্দিনে মৎস্য অধিদপ্তর সাসটেইনেবল কোস্টালএন্ড মেরিন ফিশারিজপ্রজেক্ট (এসসিএমএফপি)কম্পোনেন্ট- ৩ তজুমদ্দিন উপজেলা ফিশারিজ কো-ম্যানেজেমেন্ট ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ নবেম্বর সকাল ১১টায়  তজুমদ্দিন উপজেলা সম্মেলন  কক্ষে মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে,  সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)  সহ-বাস্তবায়নে, তজুমদ্দিন এসডিএফ এর ক্লাস্টার অফিসার এম এ কাদের এর  সঞ্চালনায়  উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান একেএম শহিদুল্লাহ কিরন, মৎস্য কর্মকর্তা আমির হোসেন, ফিশারিজ কর্মকর্তা আলআমিন সহ বিভিন্ন গ্রাম সমিতির সভাপতি সম্পাদক সহ অন্যন্যরা।