অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


শশীভূষণে রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২৩ রাত ০৯:০২

remove_red_eye

৩৭৮

শশীভূষণ সংবাদদাতা : ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নে ছাত্রলীগের কর্মীসভা ও ১-৯ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে শশীভূষণ থানা ছাত্রলীগ সভাপতি তারেক পন্ডিত এ অনুষ্ঠানে উদ্বোধন করেন।
রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলাউদ্দিন আলো পন্ডিত এর সভাপতিত্বে ও রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান শান্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির ভাই ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রসুলপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী জাহিদুল ইসলাম সৌরভ। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শশীভূষণ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজ হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আঃ মালেক কাজী, শশীভূষণ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মামুন পন্ডিত।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন ছাধু মোল্লা, শশীভূষণ থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাকছুদুর রহমান রুবেল, রুবেল বিন আজিজ, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক রাসেল পন্ডিত সহ ইউনিয়নের সকল পদপ্রার্থী ও সদস্যরা।
এসময় বক্তরা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি থাকতে হবে। জানুয়ারি ৭ তারিখে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে চরফ্যাশন ও মনপুরার জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিকে বিপুল ভোটে জয়লাভ করে আবারও মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।