অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় ৭’শ কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২৩ রাত ০৮:৩৪

remove_red_eye

৩১১

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ক্ষুদ্র ও প্রান্তিক ৭ শত ৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে এই সার ও বীজ বিতরণ করা হয়।
কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ২ নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নিজাম উদ্দিন হাওলাদার ও উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন, ইউপি সদস্য বাছেদ, তসলিম, সংরক্ষিত মাহলা ইউপি সদস্য মাকছুদা বেগম প্রমুখ।