লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৩ রাত ০৯:৫০
২১৫
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ছাত্রলীগ নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে মনির বয়াতি (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ফিরোজ মাঝি (৩৫) নামে আরো একজন আহত হয়েছেন। বোমা বিস্ফোরণে উড়ে যায় ঘরের টিনের চালা ও বেড়া। তছনছ হয়ে গেছে বসতঘরটি। আহত ফিরোজ মাঝিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার এলাকার আজহার মাঝির বাড়িতে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আজাহার মাঝির ছেলে শরীফুল ইসলাম জয় ধলীগৌরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। অভিযোগ রয়েছে, বোমা তৈরীর সময় বিস্ফোরনের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, ঘরের চালা ও বেড়া ছিন্নভিন্ন হয়ে গেছে বোমার আঘাতে। এ সময় বোমা তৈরির কিছু সরঞ্জাম দেখা যায়, যা পুলিশ জব্দ করেছে। এর মধ্যে পাউডার জাতীয় পদার্থ, কসটেপ, জর্দার কৌটা ইত্যাদি রয়েছে।
আজহার মাঝি জানান, পরিবারের লোকজনসহ রাতে ঘুমিয়ে পড়ি। রাত ১১ টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি পুরো ঘর ধোঁয়াচ্ছন্ন। এ সময় আমাদের ঘরে ছেলে জাহাঙ্গীরের কাছে আসা মনির ও ফিরোজকে রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখি। তখন তারা জানায় বাহির থেকে কয়েকজন দুর্বৃত্ত আমাদের বসতঘর লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পরে ঘরে থাকা আমার ছেলে জাহাঙ্গীর তাদের অ্যাম্বুলেন্সে করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের বরিশাল পাঠানো হয়। তবে পথিমধ্যে মনির বয়াতি মারা যান। অন্যজনকে ঢাকায় নেওয়া হয়েছে।
৪ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিন মেম্বার বলেন, রাতে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে আসেন। এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মনির বয়াতি ও ফিরোজকে এম্বুলেন্সে করে আজাহার মাঝির ছেলে জাহাঙ্গীর হাসপাতালের দিকে নিয়ে যায়। মনির বয়াতি বোমা তৈরির কারিগর বলেও তিনি জানান। অভিযোগ রয়েছে, বোমা বানাতে গিয়ে বিস্ফোরনে মনির বয়াতি গুরুতর আহত হয়ে মারা যান।
এ বিষয়ে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ওই ঘর থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। । তিনি আরো বলেন, আজাহার মাঝির ঘরে বাইরে থেকে কেউ বোমা নিক্ষেপ করতে পারে বা ওই স্থানে বোমা থাকতে পারে অথবা বোমা প্রস্তুত করতে পারে। এ বোমা বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।
তজুমদ্দিনে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ করে সংবাদ সম্মেলন
১৭ হাজার ৪৬৬.৩২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হতে যাচ্ছে ভোলা-বরিশাল সেতু
চীনের যুবক ভোলায় এসে বিয়ে করলেন বন্ধুর বোনকে
দুই জনকে কৃত্রিম পা দিয়ে সহায়তা করলেন নাগরিক উন্নয়ন ফোরাম
মনপুরায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
লালমোহনে ট্রলি-স্কুল বাস সংঘর্ষে হেল্পার নিহত
এই প্রজন্মই দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষাকবচ : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ময়দান না ছাড়ার ঘোষণা, শাহবাগ অবরোধ
আ. লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ: মঈন খান
অনির্দিষ্টকাল নয়, এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত