অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বিষ দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০১৯ রাত ১০:০৮

remove_red_eye

৭৫৯

জসিম রানা: ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এক গৃহবধুকে তার স্বামী বিষ পান করিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভোলা থানায় মামলার প্রস্তুতি চলছে।
আহত গৃহবধু ও স্থানীয় সূত্রে জানাগেছে, আড়াই বছর পূর্বে শিবপুর ইউনিয়নের হারুনের ছেলে আজাদের সাথে বিয়ে হয় ভেলুমিয়া ইউনিয়নের নুরুল ইসলামের মেয় লিমা বেগমের সাথে। বিয়ের পর থকেই পরবিত্তুলোভি ও লম্পট স্বামী আজাদ ও তার মা বাবা যৌতুকের জন্য চাঁপ প্রয়োগ করে লিমার পরিবারের উপর। লিমার দিনমজুর বাবা মেয়ের সুখের জন্য বিভিন্ন ধাপে জামাই আজাদকে ৩ লক্ষাধিক টাকা যৌতুক প্রদান করলেও এ পর্যন্ত কোন প্রকার সুখ মেলেনি লিমার জীবনে। অন্যদিকে কিছুদিন পূর্বে লিমার স্বামী আজাদের সাথে প্রেমের সম্পর্ক হয় তার খালাত বোন মহিমার সাথে। আজাদ মহিমাকে কাছে পাওয়ার জন্য, এক মাত্র বাঁধা মনে করে স্ত্রী লিমাকে। বিগত দিনে আজাদ লিমাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। অভিযোগ রয়েছে,কোন ভাবেই লিমাকে ঘর ছাড়া করতে না পেরে গত ৩ নভেম্বর ২০১৯ রাতে লিমাকে ঔষধের সাথে বিষ পান করায় স্বামী আজাদ। এ সময় লিমা বিষের ক্রিয়ায় ছটফট করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে সে হাসপাতালে অশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধিন রয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী লিমার পরিবার। তবে এ ব্যাপারে আজাদেও কোন বক্তব্য জানা যায়নি।