অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে “করোনা” পরিস্থিতি মোকাবিলায় মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২০ রাত ০৩:৩৯

remove_red_eye

৮১০

বোরহানউদ্দিন প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিনে বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসন, নৌবাহিনী ও জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজীর সভাপতিত্বে ওই সভায় জনসমাগম ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সামরিক বাহিনীর কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন ভোলার নৌ-কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নুর  মোহাম্মদ। ওই সময় তিনি স্থানীয় চেয়ারম্যান সহ সকল জনপ্রতিনিধিদের তাদের স্ব-স্ব এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা সহ জরুরী প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘর থেকে বের না হন তা নিশ্চিত করতে জোড়ালো ভূমিকা রাখার আহবান জানান। সভায় উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।