অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ তানজিলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৩ রাত ১১:১৪

remove_red_eye

৩৩৭

মোঃ ইসমাইল: একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের গৃহবধূ তানজিলা।  শুক্রবার রাত ১১ টার দিকে আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার হোসনে আরা এর তত্ত্বাবধানে সাধারণ ডেলিভারির মাধ্যমে দুই ছেলে ও দুই কন্যাসন্তান প্রসব করেন তাসলিমা।

তিনি উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. শাহাবুদ্দিনের স্ত্রী।  

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সাড়ে ১০ টার দিকে প্রসাব বেদনায় তিনি চরফ্যাশনের আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ভর্তি হন।পরে ৩০ মিনিটের মধ্যে সাধারণ ডেলিভারির মাধ্যমে চার সন্তানের জন্ম দেন। বর্তমানে মা সুস্থ রয়েছে। তবে শিশুদের ওজন কম থাকায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান গেছে।

চরফ্যাশন আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার তিতুমীর মিয়াজী জানান, বাচ্চাদের ওজন কম রয়েছে। জন্ম হওয়ার সময় স্বাভাবিক একটি শিশুর শরীরে যে ওজন থাকার কথা, তা তাদের একজনেরও নেই। তাই চারটি শিশুকেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে পরিবারকে।

এদিকে ঘর আলো করে চার সন্তান জন্ম নেওয়ায় তাদের স্বজনরা সবাই খুশি।