অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে হেড-টু-হেড রেকর্ড


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৫৭

remove_red_eye

২৫৬

আগামীকাল ব্লকবাস্টার ফাইনালে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে স্বাগতিক ভারত। বাংলাদেশ সময় বেলা  ২.৩০ মিনিয়ে ফাইনাল ম্যাচটি শুরু হবে। ওয়ানডে ক্রিকেট পরিস্যংখ্যানে  ভারতের তুলনায় এগিয়ে অস্ট্রেলিয়া।
ফাইনালকে সামনে রেখে দুই দলের হেড-টু-হেড রেকর্ড :
শেষ ১০ লড়াই :
১৭ নভেম্বর ২০২০, সিডনি : অস্ট্রেলিয়া ৬৬ রানে জয়ী
২৯ নভেম্বর ২০২, সিডনি : অস্ট্রেলিয়া ৫১ রানে জয়ী
২ ডিসেম্বর ২০২০, ক্যানবেরা : ভারত ১৩ রানে জয়ী
১৭ মার্চ ২০২৩, মুম্বাই : ভারত ৫ উইকেটে জয়ী
১৯ মার্চ, ২০২৩, বিশাকাপত্তম : অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
২২ মার্চ ২০২৩, কলকাতা : অস্ট্রেলিয়া ২১ রানে জয়ী
২২ সেপ্টেম্বর মোহালি : ভারত ৫ উইকেটে জয়ী
২৪ সেপ্টেম্বর ২০২৩, ইন্দোর : ভারত ৯৯ রানে জয়ী
২৭ সেপ্টেম্বর ২০২৩, রাজকোট : অস্ট্রেলিয়া ৫৬ রানে জয়ী
৮ অক্টোবর ২০২৩, চেন্নাই : ভারত ৬ উইকেটে জয়ী
সবমিলিয়ে অস্ট্রেলিয়া জয়ী ৮৩ ম্যাচে, ভারত জয়ী ৫৭ ম্যাচে
টাই : ০ ম্যাচ
পরিত্যক্ত : ১০টি ম্যাচ

সুত্র বাসস