অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


রাজাপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই নভেম্বর ২০১৯ রাত ০৯:২৮

remove_red_eye

৮০৬

 

আক্তারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজাপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পাটওয়ারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু।
রাজাপুর আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম গোলদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকীব , সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, রাজাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মান্নান। এ সময় সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম , যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরীকে সভাপতি ও মিজানুর রহমান খাঁন সহ ৭ জনকে সহ-সভাপতি,আবদুল মান্নান কে সাধারন সম্পাদক, রাসেল খান ও সালাম মেম্বারকে সাংগঠনিক সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।