অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস উদযাপিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২৩ রাত ০৯:০৫

remove_red_eye

৩৯৮




বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে গণ-প্রকৌশল দিবস এবং আইডিইবি’র ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার গণপ্রকৌশল  দিবসের পঞ্চম দিনে বোরহানউদ্দিন উপজেলা আইডিইবি ইউনিটের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়।

সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে  থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ  চত্বরের সামনে আইডিইবি’র বোরহানউদ্দিন উপজেলা ইউনিটের সভাপতি আবাসিক প্রকৌশলী ফিরোজ হোসেন সন্যামতের  সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান,ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ,বিআরডিবি চেয়ারম্যান জসিমউদ্দিন, টবগী ইউনিয়ন চেয়ারম্যান জসিমউদ্দিন হাওলাদার,বোরহানউদ্দিন আইডিইবি’র সাধারণ স¤পাদক জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান,সাংগঠিনক স¤পাদক পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. আকবর হোসেন রিফাত প্রমুখ। এসময়  বিভিন্ন দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।