অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


আইফোনে নিজের ইচ্ছামতো স্টিকার বানাবেন যেভাবে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২৩ বিকাল ০৩:৩৬

remove_red_eye

১৬৫

আইফোনে এখন আপনার ইচ্ছামতো স্টিকার বানিয়ে শেয়ার করতে পারবেন। অ্যাপল লঞ্চ করেছে আইওএস ১৭। এই আপডেট পাবেন যারা ২০১৮ বা তার পরের আইফোনগুলো ব্যবহার করছেন। এর আগেই আইফোনগুলোতে এই আপডেট পাবেন না।

নতুন আপডেটের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো স্টিকার ইমোজি কাস্টোমাইজ করা। এর ফলে ব্যবহারকারী তাদের নিজেদের, পোষা প্রাণীর, শিশুর এবং আরও অনেক কিছুর ছবিই গ্রুপ চ্যাটে শেয়ার করতে পারবেন স্টিকার আকারে। মেসেজে ইমোজি, পারসোনালাইজড স্টিকার এবং লাইভ স্টিকার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

দেখে নিন কীভাবে স্টিকার তৈরি করবেন-

>> আইওএস ১৭ চালিত আইফোনে মেসেজ অ্যাপ খুলতে হবে।

>> স্টিকার অ্যাক্সেস করতে, + আইকনে আলতো চাপ দিয়ে মেনু থেকে স্টিকার নির্বাচন করতে হবে।

>> নিজের মতো স্টিকার তৈরি করতে, স্টিকার আইকনে আলতো চাপ দিয়ে নতুন স্টিকার নির্বাচন করে নিতে হবে। তারপর স্টিকারটিকে বার্তায় টেনে এনে ড্রপ করতে হবে।

>> আগে তৈরি করা স্টিকার ব্যবহার করতে, স্টিকার ড্রয়ারে ইমোজি বা মিমোজি আইকনে আলতো চেপে বার্তায় পাঠানোর জন্য স্টিকারটি নির্বাচন করে নিতে হবে।

>> বার্তায় একাধিক স্টিকার স্ট্যাক করা যেতে পারে।

সুত্র জাগো