অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই মে ২০২৫ | ২৭শে বৈশাখ ১৪৩২


ভোলায় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৩ রাত ০৯:২১

remove_red_eye

১৮২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিন ব্যাপী ধনিয়া ইউনিয়ন পরিষদে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা চক্ষু ক্যাম্পের আয়োজন করে। রোগী দেখেন বরিশাল ইসলামিয়া ইস্পাহানি চক্ষু ইনিষ্টিটিউটের একদল বিশেষজ্ঞ চিকিৎসক। এই ক্যাম্পের মাধ্যমে ১৬৫ জন রোগীকে চোখের বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করা হয়। এবং ২৫ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও তাদের জন্য চশমা ও ঔষধের ব্যবস্থা করা হয়। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (লিগ্যাল ও কর্মসূচি) বিথী ইসলাম এই ক্যাম্পের সার্বিক তত্ত¡াবধায়ক হিসেবে দিক নির্দেশনা প্রদান করেন।





আরও...