অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২০ রাত ০১:৩৯

remove_red_eye

৬৯৬



দৌলতখান প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ভোলার দৌলতখান পৌরসভায় কর্মহীণ হয়ে পড়া দারিদ্র ও দিনমজুর লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১লাএপ্রিল) বিকালে পৌরসভা ২ নম্বও ওয়ার্ডে কর্মহীণ হয়ে পড়া দারিদ্র ও দিনমজুর মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের মাঝে ১০ কেজিচাল, ৫ কেজি আলু , ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি করে মশুর ডাল বিতরণ করা হয়।
দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার ও পৌরসভা ২ নম্বও ওয়ার্ডেও কাউন্সিলর জোবায়ের হোসেন জাবু বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে আসা এসব ত্রাণ বিতরণ করেন। চাল, পেঁয়াজ ও মশুরডাল পেয়ে খুঁশি কর্মহীণ ও দারিদ্ররা।
দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ঘরের বাইরে যেতে না পারায় খাদ্যেও সংকট দেখা দিয়েছে রিকশা চালক, দিনমজুর, সহ বিভিন্ন পেশার দারিদ্র পরিবারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণতহবিল থেকে আসা খাদ্য সামগ্রী ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এর সহযোগীতায় পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫শ ২০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।