অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে সহিংস ঘটনায় আরো ২ যুবক গ্রেফতার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই নভেম্বর ২০১৯ রাত ১০:২০

remove_red_eye

৮৭৫

 

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফেসবুকের ম্যাসেঞ্জারে আপত্তিকর মেসেজকে কেন্দ্র করে বোরহানউদ্দিনের ঈদগাহ মাঠে সহিংসতা,পুলিশের উপর হামলা ও মন্দিরসহ সংখ্যলঘুদের বাড়িতে হামলার ঘটনায় আরো ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এ নিয়ে পৃথক ২ মামলায় গ্রেফতারকৃত আসামীর সংখ্যা দাড়ালো ৭ জন। এদিকে বুধবার দুপুরে গ্রেফতারকৃত ওই ২ জন আসামীকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে জ্ঞিাসাবাদের জন্য ৫ দিরে রিমান্ডের আবেদন করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, গত ২০ অক্টোবর বোরহানউদ্দিনে ঈদগাহ মাঠে সহিংস ঘটনার দিন ভাওয়াল বাড়ির মন্দিরসহ সংখ্যলঘু বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে মঙ্গলবার রাতে বোরহানউদ্দিন পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাজার থেকে মাসুম বিল্লাহ (২২) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়াও ঈদগাহ মাঠে পুলিশের সাথে জনতার হামলা সংঘষের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চরফ্যাসন পৌর শহরের কোর্ট এলাকা থেকে মঙ্গলবার রাতে নাঈম(২২) নামে অপর এক যুবককে গ্রেফতার করে। বুধবার তাদেরকে ভোলায় আদালতে প্রেরন করা হয়। কোর্ট পুলিশ পরিদর্শক রথীন্দ্রনাথ বিশ্বাস জানান, গ্রেফতারকৃত ২ জনকে বুধবার দুপুরে ভোলা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয় । তবে আদালতে তাদের শুনানী না হওয়ায় পরে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য, পুলিশের উপর হামলা ও সংর্ঘষসহ ৪জন নিহতের ঘটনার মামলায় মোট ৬জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৩ জনকে সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও মন্দির ভাংচুর মামলায়ও গ্রেফতার দেখানো হয় এবং মাসুম বিল্লাহ নামে ১ যুবককে শুধু সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও মন্দির ভাংচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের উপর হামলা ও সংখ্যালঘুদের বাড়ি হামলার ঘটনায় পৃথক ২ মামলায় গ্রেফতারকৃত ৭ আসামীরা হলো,আরিফ, সজিব, আল আমিন, স্বপন,হাসনাইন,মাসুম বিল্লাহ, নাঈম। এছড়াও ডিজিটাল নিরাপত্তা আইনের অপর একটি মামলায় বিপ্লব চন্দ্র শুভ, সাকিল ও নাইমসহ ৩ জন জেল হাজতে রয়েছে।