অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ | ১৯শে অগ্রহায়ণ ১৪৩০


ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেয়ায় ভোলায় শিবির কর্মী আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৩ রাত ১০:০৫

remove_red_eye

১২০



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ফেসবুকে সরকার বিরোধী স্ট্যাটাস দেওয়ায় ভোলার মনপুরায় আইয়ুব আলী (২১) নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। আইয়ুব একই  উপজেলার ২ নম্বর হাজির হাট ইউনিয়নের চর মতিন গ্রামের মৃত আব্দুল ওদুদ পাটোয়ারীর ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জহির জানান, আইয়ুব আলী দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার একাউন্ট থেকে সরকার বিরোধী পোস্ট দিয়ে আসছিলো। স্থানীয়রা এ বিষয়ে পুলিশকে অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। সোমবার তাকে আদালতে তোলা হবে বলেও জানান ওসি।