অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরা উপজেলা চেয়ারম্যান শেলিনা চৌধুরীকে সংবর্ধনা


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৩

remove_red_eye

২৯৭

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়। এর আগে তিনি একই ক্যাটাগরিতে ভোলা জেলা পর্যায়ে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। রোববার দুপুর সাড়ে ১২ টায় মনপুরা অফিসার ক্লাবের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়।
 সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম, ওসি মোঃ জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডাঃ আশিকুর রহমান অনিক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি একেএম শাহজাহান মিয়া,হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, মনপুরা অফিসার ক্লাবের সম্পাদক ও বিআরডিবি কর্মকর্তা মাহতাব উদ্দিন অপু ভূইয়া, হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ও সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অফিসার ক্লাবের সদস্যরা।