অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ৫২ তম সমবায় দিবস পালিত


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৩ রাত ০৮:৩৮

remove_red_eye

২৪৪

তজুমদ্দিন  প্রতিনিধি : সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তজুমদ্দিন উপজেলা   সমবায় দপ্তর  আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি পরবর্তি আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
 
শনিবার (০৪ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০:৩০ টার  উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমবায় দপ্তর  ও সমবায়ীবৃন্দের সাথে নিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে  উপজেলা হলরুমে  আলোচনা সভায় সমাবেত হয়।
 
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ  এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন ভোলা -৩ এর সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, আরও উপস্থিত ছিলেন,  উপজেলা সমবায় কর্মকর্ত মো: আবদুল জব্বার, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক ফরহাদ হোসেন, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, সদস্য রুবেল চক্রবর্তী, সাংবাদিক মহিবুল্যাহ ফিরোজ  । 
 
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় অফিসের স্টাফ, স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি/সম্পাদক ও সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।