অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


মধ্যপ্রাচ্যে অবিলম্বে রক্তপাত বন্ধের আহ্বান রাশিয়ার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৩ বিকাল ০৫:২৮

remove_red_eye

২৪০

ফিলিস্তিন বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যেকার রক্তপাত অবিলম্বে বন্ধ করতে হবে যাতে এ সংঘাত সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে। খবর তাসের।
তিনি বলেন, ‘প্রথমত এ সংঘাত বন্ধ করা এবং সমগ্র অঞ্চলে এটি ছড়িয়ে পড়া রোধ করা প্রয়োজন। অন্যথায় এমন সংঘাত কখনো বন্ধ হবে না।’
নেবেনজিয়া ‘জিম্মিদের দ্রুত মুক্তি দেওয়াসহ এ সংঘাতের কূটনৈতিক সমাধানেরও আহ্বান জানান।’
তিনি উল্লেখ করেন, কাউকে না কাউকে শিগগিরই বা বিলম্বে এ পথে হাঁটতে হবে। কিন্তু এ ক্ষেত্রে একমাত্র প্রশ্ন হলো এর মধ্যে কতজন নিরীহ মানুষকে প্রাণ দিতে হবে।’
গাজা উপত্যকার হামাস যোদ্ধাদের ইসরাইলে সশস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে। হামাস এ হামলাকে জেরুজালেমের টেম্পল মাউন্টে অবস্থিত আল-আকসা মসজিদকে কেন্দ্র করে গ্রহণ করা ইসরাইলি কর্তৃপক্ষের বিভিন্ন পদক্ষেপের একটি প্রতিক্রিয়া বলে মনে করে।
হামাসের হামলার পর ইসরাইল গাজা উপত্যকা সম্পূর্ণ অবরুদ্ধ করে ফেলে ব্যাপক হামলা চালানো শুরু করে। এতে হাজার হাজার মানুষ হতাহত হয়।

সুত্র বাসস





আরও...