অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৩ রাত ০৮:১৮

remove_red_eye

৪০২

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ‘স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব-উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগ এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহযোগীতায় ওই দিবস পালিত হয়। দিনের কর্মসূচীর অংশ হিসেবে সকালে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার রায়হান-উজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো.রায়হান-উজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।
এরপর অতিথিরা যুব উন্নয়ন আয়োজিত বিভিন্ন কর্মশালায় অংশ নেয়া যুবকদের মাঝে